Bodhu Re Lyrics
Movie/Album: Cactus View All Songs
Bodhu Re Song Is Sung by Abhijit Barman (Pota). Tui Amay Pagol Korli Re Bengali Song Lyrics Written by and Composed by Cactus Bangla Band.
Singer(s): Abhijit Barman (Pota),
Lyricsaio

Bodhu Re Lyrics


Bodhu Re Song Lyrics In Bengali

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও.. মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার,
চোখেতে জল ঝরে,
বধু রে .. বধু রে .. বধু রে ..

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
কোথায় পেলি সোনার কাঁঠি,
আমার পরাণ ভ্রমর।
কোন সে ঘুমের থেকে জেগে,
কোন সে ঘুমের থেকে জেগে
জড়ায় ফুলের কোমর।
বধু রে .. বধু রে .. বধু রে ..

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
মন-পাহাড়ের কোলে বরফ
তোর পরশে গলে,
আমি বুঝি আমার পরাণ,
আমি বুঝি আমার পরাণ
নদী বয়ে চলে।
বধু রে .. বধু রে .. বধু রে ..

তুই আমায় পাগল করলি রে,
তুই আমায় পাগল করলি রে।
ও.. মনেতে খুশির বাহার,
মনেতে খুশির বাহার,
চোখেতে জল ঝরে,
বঁধু রে .. বঁধু রে .. বঁধু রে ..

Song Info:

Movie/Album: Cactus
Singer(s): Abhijit Barman (Pota),
Genres: Love, Rock,
Music Label: Saregama India Ltd
Release on: 1992

You may also like...

Bodhu Re Lyrics
1992
Bengali Bengali
Bodhu Re Lyrics
Bodhu Re Lyrics
1992
Bengali Bengali