ওরে ছেড়ে দিলে সোনার গৌর
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আমরা আর পাব না, আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাবো না না না, আর পাবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ভূবনো মোহনো গোরা..
কোন মণিজনার মনোহরা (x2)
মণিজনার মনোহরা।
ওরে রাধার প্রেমে মাতোয়ারা
চাঁদ গৌর আমার রাধার প্রেমে মাতোয়ারা
ধূলায় যাই ভাই গড়াগড়ি।
যেতে চাইলে যেতে দেবো না, না না না।
যেতে চাইলে দেবো না না না যেতে দেবো না।
তোমায় হৃদয় মাঝে,
তোমায় হৃদয় মাঝে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
যাবো ব্রজের কুলে কুলে..
যাবো ব্রজের কুলে কুলে
আমরা মাখবো পায়ে রাঙ্গাধুলি
মাখবো পায়ে রাঙ্গাধুলি।
ওরে পাগল মন…
যাবো ব্রজের কুলে কুলে
মাখবো পায়ে রাঙ্গাধুলি
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে
ওরে নয়নেতে নয়ন দিয়ে রাখবো তারে।
চলে গেলে, চলে গেলে যেতে দেবো না,
না না, যেতে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখবো ছেড়ে দেবো না,
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।
যে ডাকে চাঁদ গৌর বলে
ওগো ভয় কিগো তার ব্রজের কুলে (x2)
ভয় কি তার ব্রজের কুলে।
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
ওরে দ্বিজ ভূষণ চাঁদ বলে
চরন ছেড়ে দেবো না না না ছেড়ে দেবো না।
তোমায় বক্ষ মাঝে,
তোমায় বক্ষ মাঝে রাখিবো ছেড়ে দেবো না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না।
ওরে ছেড়ে দিলে সোনার গৌর আর পাবো না
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌর
আর পাব না না না আর পাব না।
তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না
তোমায় বক্ষ মাঝে রাখবো ছেড়ে দেবো না।
Tomay Hrid Majhare
D “DUDU
[Intro]
C
Ore Chhere Dile Sonar Gour
C
Khyapa Chhere Dile Sonar Gour
G C
Aamra Aar Pabo Na
C F C
Aar Pabo Na
C
Tomay Hrid Majhare Rakhibo
G C
Chhere Debo Na
C
Tomay Hrid Majhare Rakhibo
G C
Chhere Debo Na
C
Chhere Dile Sonar Gour
G C
Aar Pabo Na
C
Khyapa Chhere Dile Sonar Gour
G C
Aar Pabo Na (Na Na na)
C F C
Aar Pabo Na
C
Tomay Hrid Majhare Rakhibo
G C
Chhere Debo Na
C
Tomay Hrid Majhare Rakhibo
G C
Chhere Debo Na
C G F C
[Verse]
C
Bhubono Mohono Gora
G C
Kon Moni Jonar Mono Hora
C
Bhubono Mohono Gora
G C
Kon Moni Jonar Mono Hora
C G
Ore Radhar Preme Matowara
C G
Ore Radhar Preme Matowara
F C
Dhulay Jay Bhai Goragori
C G
Jete Chaile Jete Debo Na (Na Na Na)
C G
Jete Chaile Jete Debo Na (Na Na Na)
C F C
Jete Debo na
C
Tomay Hridoy Majhe…
C
Tomay Hridoy majhe Rakhibo
G C
Chhere Debo Na
C
Tomay Hrid Majhare Rakhibo
G C
Chhere Debo Na
Movie/Album: Hits of Dwij Bhushan
Singer(s): Shaan, Shreya Ghoshal,
Genres:
Music Label: N/A
Release on: N/A