Tomake Chuye Dilam Lyrics
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম
আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম,
হারানো খাম..
মন রাখা আছে কোন
ঈশানকোণে বিষন্নতায়
চোখ কাটাকুটি হোক
সহজ খেলার সময় কোথায়
এই নরম অসুখ
হাওয়ায় হাওয়ায় সেরে যাক
ফের সন্ধ্যে নামুক
ব্যাথা তোমায় ছেড়ে যাক
চুপ, মূহুর্ত চুপ
ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
ঠোঁট লুকিয়েছে চোখ
যে রাস্তা যায় তোমার মনে
চুল বুনেছে আঙ্গুল
রাতের পিঠে তারা গোনে
ও.. কেউ জেনে না দিন
ফিরবে কিনা কোনোদিন
নীল কুয়াশা ঘর
ভুলে যাওয়াই সমিচীন
চুপ, মূহুর্ত চুপ
ঠোঁটের তুরুপ
এই তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম, হারানো খাম
আজ কেনো যে খুঁজে পেলাম
দিন এখনও রঙ্গীন
এই দিন এখনও রঙ্গীন
তাকে আদরে তুলে রাখলাম
ও.. আজ ঠোঁটের কোলাজ থামালো কাজ
মন তোমাকে ছুঁয়ে দিলাম
নাম, বুকের বোতাম,
হারানো খাম..
Aaj thonter collaj, Thamalo kaaj
mon tomake chuey dilam
Naam, Buker botaam
Harano khaam,
Aaj keno je khuje pelam
Din, Ekhono rongeen..
Ei Din Ekhono rongeen
Take adore tule rakhlam
hm.. Aaj thonter collaj, Thamalo kaaj
mon tomake chuye dilam
Naam, Buker botaam
Harano khaam Hm..
Mon, Rakha Ache kon
Ishan kone bishonnota
Chokh, kata-kuti hokh
Sohoj khelar shomoy kothay
Ei norom osukh haway haway
sere jaak
Fer sondhey namuk
Betha tomay chere jay
Chup muhurto chup
Thoter turuf
Ei tomake chuye dilam
Nam, Buker botaam
Harano kham,
Aaj keno je khuje pelam
hm..
Thot lukiyeche chokh
Je rashta jay tomar mone
Chul buneche angul
Rater pithe tara goney
O.. Keu jane na din
firbe kina konodin
Nil kuasha ghor
bhule jaoai somichin
Movie/Album: Hits of Bastushaap
Singer(s): Arijit Singh,
Genres: bengali, bengali pop, Devotional Songs, Happy, Heart Touching, Love, Mindfresh, Romantic, Sad,
Music Label: Amara Muzik Bengali
Release on: 2016